ইউটিউবের বিষয়টি খতিয়ে দেখবেন পুতিন

১৬ নভেম্বর, ২০২৪ ১৩:৫২  

রাশিয়ায় ইউটিউবের ধীরগতির সংযোগ এবং বিভ্রাট নিয়ে দেশটির শীর্ষ সিনেমা কর্মকর্তার অভিযোগের প্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিষয়টি খতিয়ে দেখবেন বলে শুক্রবার জানিয়েছে ক্রেমলিন। খবর রয়টার্স।

সমালোচকরা মনে করছেন, ইউটিউবের ওপর ইচ্ছাকৃতভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে যেন পুতিন এবং তার সরকারের সমালোচনামূলক কনটেন্ট রাশিয়ানরা দেখতে না পারেন। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে এবং এর জন্য গুগলের কারিগরি সরঞ্জাম উন্নত করার ব্যর্থতাকে দায়ী করছে।

রাশিয়ার ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থাগুলো গত কয়েক মাসে ইউটিউব ব্যবহারে ব্যাপক বিঘ্নের কথা জানালেও দেশটির যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকমনাডজোর শুক্রবার জানিয়েছে যে, তারা ইউটিউবের সেবার মান পরিবর্তনে কোনো হস্তক্ষেপ করেননি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউটিউবের ধীর গতির বিষয়টি গুগলের রুশ আইন মেনে চলার ব্যর্থতার সঙ্গে সম্পর্কিত এবং এ ধরনের কারিগরি প্রশ্ন রসকমনাডজোরের কাছে করা উচিত।

গুগল তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গবেষণা প্রতিষ্ঠান মিডিয়াস্কোপের মতে, রাশিয়ায় প্রতিদিন ৫০ মিলিয়নেরও বেশি মানুষ ইউটিউব ব্যবহার করে।

উল্লেখ্য, গুগলসহ অন্যান্য বিদেশি প্রযুক্তি ও সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানগুলো বেশ কয়েক বছর ধরে রাশিয়ার চাপের মুখে রয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত তথাকথিত "ভুয়া" কনটেন্ট না সরানোর কারণে তাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি